প্রবাসী মাখন-শাহজাহান-মুছা ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ আব্দুল মন্নান চৌধুরীর পু,ত্র ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের কৃতি সন্তান, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রবাসী মাহবুব আলম চৌধুরী মাখন ও তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাসেক্স যুবলীগের সভাপতি ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপির গজিয়া গ্রামের কৃতি সন্তান সাহেদ আহমদ মুছা এবং তার বড় ভাই সিলেট জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলনের সিলেট জেলা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক) শাহজাহান আহমদ, মেজো ভাই তোয়ায়েল আহমদ তোফা, সেজো ভাই ফরিদ আহমদ শাহীন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হয়েছেন।
প্রবাসী নেতৃবৃন্দরা ওসমানীনগর উপজেলা ক্লাবের সদস্যদের কাছ থেকে ওসমানীনগরের মানুষের কল্যাণে বস্তুনিষ্ট সংবাদ চর্চার আশাবাদ করেন। পাশাপাশি প্রেসক্লাবের সকল কর্মকান্ডে তারা আজীবন সহযাত্রী থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ দিকে প্রবাসে থেকে ওসমানীনগরের সাংবাদিক এবং প্রেসক্লাবের কল্যাণের চিন্তা করে ক্লাবের আজীবন দাতা সদস্য হওয়ায় নতুন এই ৫জন দাতা সদস্যদের প্রতি ক্লাবের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।