জকিগঞ্জে আবারো ডাকাতি, আহত ৩
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৬, ৯:১৭ অপরাহ্ণ
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের দুবাই প্রবাসী আব্দুস সাত্তারের বাড়ীতে বুধবার দিবাগত রাতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় পরিবারের তিন সদস্য আহতও হয়েছেন।
গৃহকর্তা জানান, বাড়ীর গ্রীলের তালা কেটে দরজার সিটকিনি ভেঙ্গে ৭-৮ জনের একদল ডাকাত সদস্য ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবার সদস্যদের জিম্মি করে বাথরুমে নিয়ে হাত পা বেঁধে ফেলে। ডাকাতদের হামলায় প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী ফারহানা বেগম, ছেলে স্কুল ছাত্র তানিম আহমদ ও আত্মীয় শফিকুল ইসলাম আহত হয়েছেন। শফিকুল ইসলামকেও ডাকাতরা পরনের শার্ট ছিড়ে বেঁধে ফেলে।
আব্দুস সাত্তারের স্ত্রী ফারহানা বেগম বলেন, রাত অনুমান আড়াইটার দিকে বাড়ীতে হানা দিয়ে ঘরের পাঁচটি কক্ষ তছনছ করে স্বর্ণালংকার ও টাকা পয়সা নেয় এবং তার স্কুল পড়ুয়া মেয়ে তারিন বেগম ও হেলিন বেগমের কান থেকেও স্বর্ণের অলংকার খুলে নেয় ডাকাত সদস্যরা।
তিনি আরও জানান, ভোর চারটায় নগদ ৭০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেট নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ডাকাতি মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। গত দু’মাস আগে রতনগঞ্জ বাজার সংলগ্ন প্রবাসী সাহেদ চৌধুরীর বাড়ীতে একই কায়দায় ডাকাতি হয়েছিলো। এ মামলাটিও তদন্তধীন রয়েছে।