সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ২০
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৬, ৩:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম আলী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁও নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেটগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিকে থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ১৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক ইব্রাহিম আলী। হাসপাতাল সূত্র জানায়- আহতদের মধ্যে অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান- বাস দুটির সংঘর্ষের ঘটনায় বাসচালক হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে । পরে তাদের বুঝিয়ে বেলা সাড়ে ১১টার দিকে স্বাভাবিক করা হয় যান চলাচল।