সুইডেন ছাত্রলীগের শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২:৫০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সুইডেন ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গত রবিবার সুইডেনের স্টকহোমের একটি হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভার শুরুতেই জাতির জনক প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সুইডেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
১৫ আগস্ট শাহাদাত বরণকারি জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক সেলিম।
সুইডেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম তানজুর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক।
শোক সভায় বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগ নেতা নাছিম আহমেদ, মুরশেদ চৌধুরী বাপ্পী, হেদায়েতুল ইসলাম শেলী, সুইডেন সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস হাসান তপন, সুইডেন যুবলীগ এর সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজ, সুইডেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাফি আলম, প্রচার সম্পাদক সালাউদ্দিন সজীব, সহ সভাপতি সুমন হোসাইন, নাভান আব্দুল্লাহ প্রমুখ।
শোক সভায় অন্যর মধ্যে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগ নেতা শ্যামল দত্ত, আফছার আহমেদ, নিখিল দে, জাহিদ হাসান, ফরিদ আলী ও অন্যান্য।