লাশ উত্তোলন করে কঙ্কাল বিক্রি : সিলেটে ২জন আটক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটে অবৈধভাবে মানুষের কঙ্কাল কেনা-বেচার দায়ে দুই জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে- মো. বেল্লাল হোসাইন (৪০) তার সহযোগী হীরা মিয়া (২১)। তারা দু’জনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগের কর্মচারী।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শাহজালাল মাজারের দ্বিতীয় গেইট সংলগ্ন পূবালী ব্যাংকের সামন থেকে একটি মানব কঙ্কালসহ বেল্লালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হীরা মিয়াকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা প্রায় ৫/৬ বছর ধরে অবৈধভাবে মানুষের কঙ্কাল বিক্রি করে আসছিল। সিলেটের কালাগুলস্থ হযরত বিয়াবনশাহ পীরের মাজারের প্রধান খাদেম জনৈক পংকি মিয়া তাদের কঙ্কাল সরবরাহ করত বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বেল্লাল হোসাইনকে জিজ্ঞাসাবাদে আরে জানা যায়, পংকি মিয়া কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কঙ্কালে পরিণত করে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী তাদের সরবরাহ করতেন।
এদিকে, বেল্লালের দেওয়া তথ্য মতে ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগ থেকে আরো দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কঙ্কাল সরবরাহকারীর বিরুদ্ধেও অনুসন্ধান চালানো হচ্ছে।
উদ্ধারকৃত কঙ্কাল সহ আসামীদেরকে সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-০৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ জিয়াউল হক।
এছাড়া মানব কঙ্কাল ব্যবসার সাথে জড়িত এই চক্রের মূলের ব্যক্তিকেও আটক করতে র্যাব এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।