সিলেটে আবারো ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ৭:৫৬ অপরাহ্ণ
শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত মনোয়ার হোসেন শাবি সমাজকর্ম বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
জানা যায়, গত রবিবার ফুটবল খেলার কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম দাশের সমর্থক ও বর্তমান সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়।
বুধবার এই কমিটি গঠনের জের ধরেই শাহপরাণ হলে ইমরান খানের সমর্থক মনোয়ার হোসেনের উপর হামলা চালায় ছাত্রলীগের শাবি শাখার সভাপতি সঞ্জীবন পার্থ গ্রুপের সমর্থকরা। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল হলে নিয়ে এলে সেখানে আবারো হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।