জৈন্তাপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ৩:৫৬ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
জানা যায়- একবৎসর উপজেলার পূর্বে আসামপাড়া গুচ্ছগ্রামের প্রবাসী রমিজ উদ্দিনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় একই গ্রামের সফুর আলীর মেয়ে অযুফা (১৯)র। বিয়ের পর হতে অযুফা শশুর বাড়ীতে বসবাস করে আসছে। মঙ্গলবার বিকাল অনুমান ৩টায় বাড়ীর পার্শ্ববর্তী টিলায় গাছের সাথে অযুফার লাশ মাটি হতে গাছ পর্যন্ত ঝুলতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির নির্দেশে ঘটনাস্থল হতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে নিহতের পিতা সফুর আলী জানান, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক করেছে অযুফার শশুর আউয়াল ও দেবর তাজুল ইসলাম। অপরদিকে ঘটনার পর হতে তাজুল ইসলাম (২২) পলাতক রয়েছে। এ বিষয়ে নিহতের পিতা সফুর আলী বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান- খরব পেয়ে এস.আই নাসির ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রির্পোট তৈরী করে নিহতের লাশ থানায় নিয়ে আসে। পরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে অধিকতর তদন্তের জন্য লাশ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।