আজ জগন্নাথপুরের শ্রীরামসী গণহত্যা দিবস
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ২:১৫ পূর্বাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি :
আজ জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস। ’৭১-সালের এই দিনে পাকহানাদার বাহিনী নারকীয় তান্ডব চালিয়ে ওই গ্রামের সহজ সরল মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর থেকে এ দিনকে শোকদিবস হিসেবে পালন করে আসছেন এলাকাবাসী।
ইতিহাস সূত্রে জানা যায়- ১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭-৮ টি নৌকাযোগে শ্রীরামসি বাজারে এসে স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদেরকে খবর দেয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি কমিটির সভা আহবান করা হয়েছে সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য। শান্তির আশায় গ্রামবাসীরা সে দিন স্কুল মাঠে সমবেত হয়। যারা আসতে দেরী করেন তাদেরকেও ডেকে আনা হয়। এরপর পাকসেনারা ১০-১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র, শিক্ষক, সরকারী কর্মচারী, যুবক, সাধারণ গ্রামবাসী ও বেড়াতে আসা স্বজন সহ ১২৬ জন কে হত্যা করে। নারকীয় এ হত্যাকাণ্ডের পরপরই পাকসেনারা গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়।
এছাড়াও নরপশুরা শ্রীরামসি বাজারে গিয়ে কেরোসিন ছিটিয়ে বাজারে সবকটি দোকান ঘর আগুনে জ্বালিয়ে দেয়। এভাবেই সেদিন সংঘটিত হয় ইতিহাসের সেই বর্বর হত্যাকাণ্ড।
নতুন প্রজন্মের নিকট এ ইতিহাস তুলে ধরতে স্থানীয় এলাকাবাসী ১৯৮৭ সালে গঠন করেন শহীদ স্মৃতি সংসদ। সংসদের উদ্দ্যোগে যথাযতো মর্যাদায় প্রতি বছর নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়। এবারও শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।