বড়লেখায় ৭ ডাকাত আটক, ওসি গুলিবিদ্ধ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৪:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে আন্তঃজেলার ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মো. মনিরুজ্জামান ডাকাতদের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৪ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পূর্ব-দক্ষিণভাগের টিলাবাড়ি থেকে এই ৭ ডাকাততে আটক করা হয়।
গুলিবিদ্ধ ওসি মো. মনিরুজ্জামান জানান, আটককৃত ৭ ডাকাতের বাড়ি হবিগঞ্জ জেলায়। আটককৃত ডাকাতরা হলো- হবিগঞ্জ জেলার বাহুবল থানার জিতু মিয়া (৪২) ও আব্দুল খালিক (৩৭), মাধবপুর থানার খলিলুর রহমান (৩০), জাহাঙ্গীর (২৫), নুরু মিয়া (২৮), কামাল (৩৫) ও আশিক ওরফে মাসুদ (৩৫)।
ওসি জানান- এরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।