ঈদেই রূপালি পর্দায় অ্যাকশন লেডি পরীমনি
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৪:১০ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
‘রক্ত’ দিয়ে রোমান্টিকতার বলয় ভেঙে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে অ্যাকশন লেডি পরীমনির।
ঈদে মুক্তি দেয়ার জন্য মঙ্গলবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো দেখা মিলবে অ্যাকশান লেডি পরীমনির।
ইতিমধ্যে সিনেমাটির গান ও টিজার ইউটিউবে প্রকাশ পেয়েছে। নতুন রূপে পরীমনিকে দেখে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহও তৈরি হয়েছে।
জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক রোশন।