হিলারির নির্বাচনী প্রচারনায় যোগ দিতে বিএনপির সালাম ও বাবু আমেরিকায়
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৬, ৫:০৯ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ মার্কিন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে প্রচার প্রচারনা তুঙ্গে উঠেছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ঘোষণা দিয়ে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারনায় নেমেছে বলে জানা গেছে। এই নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিতে লন্ডন ও বেলজিয়াম থেকে দুই রাজনীতিবিদের অংশ গ্রহণের কথাও বেশ আলোচিত হচ্ছে কমিউনিটিতে। জানা গেছে, আজ ২৭শে আগস্ট শনিবার ম্যারিল্যান্ডের হলিডে ইন হোটেলে এই প্রচারণার আয়োজন করা হয়েছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির ব্যানারে। এতে লন্ডন থেকে অংশ নিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও বেলজিয়াম থেকে বিএনপির ইকবাল হোসেন বাবু আমেরিকায় পৌছেছেন। দুজনই বহির্বিশ্ব বিএনপির প্রতিনিধিত্ব করছেন। এই ক্যাম্পেইনে মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক কংগ্রেস ও সিনেটর প্রার্থীগন অংশ গ্রহণ করার কথা রয়েছে।