ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে মহিলার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৯:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ অংশ থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীর চান্দপুর ব্রিজের খুঁটিতে আটকা অবস্থায় মরদেহটি দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা।
হাতে শাখা পরা থাকায় মরদেহটি হিন্দু ধর্মাবলম্বী কোন মহিলার বলে ধারণা করা হচ্ছে। মহিলার বয়স অনুমান ত্রিশ বছর। লাশের গলায় ওড়না দিয়ে পাথর বাঁধা ছিল। তার পরণে ছিল সালোয়ার কামিজ। শরীরের অধিকাংশ গলে যাওয়ায় কিছু অনুমান করা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।