শাবিতে জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন’র নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৪:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে এক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি ওমর ফারুক পলাশ।
গণিত বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ ইলিয়াসকে সভাপতি এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যের কমিটি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান মোল্লা, সাবেক সহ-সভাপতি শওকত আলী, আল আমীন হোসেন, তানজিন জান্নাত মিষ্টি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন তরিকুল ফেদৌস ফাহিম, সাকিবুল হাসান শিশির, আরিফুর রহমান আরিফ, জাহিদ হাসান, মোহাইমিনুল হাসান, তুষ্টি জহর, রুমানা মাহাতারিন তৃষা, এম এ ফকরুল হাসান, ফৌজিয়া জান্নাত আশা, ধ্রুব চন্দ্র রায় বাধন, সাজিদ হাসান, আশিকুল শাকিল, মেহেদী কবির, জাহাঙ্গীর আলম, রমজান আলী, জয় প্রকাশ কর্মকার, সোলাইমান কবির, ফৌজিয়া ইসলাম, কামরুল হাসান, রাজু আহমেদ, জোবায়েত ইসলাম জয়, মাহবুবুর রহমান টুটুল, মাহাদিন আল নাফি, খোকা মিয়া, রেজুয়ান পলাশ, ইমরান হোসেন, মুশারাত তাবাস্সুম পিউলি, জাকির হোসেন বিপ্লব, সাজ্জাদ সনি, নোমান হোসেন, জান্নাতুল মাহমুদা সাঈদা, রুবায়েৎ শারমিন রাশা, নাজমুল হক নয়ন।