আর ফিরবেন না তারা জন্মভূমিতে
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
গত ২০ দিনে পবিত্র ভূমি মক্কা, মদিনায় ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মদিনায় ছয়জন, মক্কায় দুজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ আগস্ট নেত্রকোনার মো. ওয়াকিল উদ্দিন (৬৭) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি কে ০২৩৫১৩৯।
২০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১) মদিনা আল মুনাওয়ারাতে মারা যান। তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫। একই দিন বগুড়ার কাহালু থানার মুরইল গ্রামের মরিয়ম বেগম (৫১) মার যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৪৮১৮৮২।
এছাড়া ১৯ আগস্ট (শুক্রবার) রংপুরের হেলাল উদ্দিন (৬৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৫৪৭১৬। ১৭ আগস্ট জয়পুরহাটের পাঁচবিবি থানার কুসুম্বা গ্রামের হাবিবা ফেরদৌসি রিতিকা (৪১) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৬৯২৯৯। একই দিন পাবনার চাটমোহর থানার নুরুজ্জামান কাশেমী (৫৯) মারা যান। তার পাসপোর্ট নম্বর ওসি ০৪১৬২৫৩৬। ১৬ আগস্ট চট্টগ্রামের মো. রেহানউদ্দিন (৭৩) মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১। ১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আবুল হাশেম (৭৯) জেদ্দায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০০২৫৯৭০। ৭ আগস্ট গাজীপুরের জমিলা আক্তার (৭৯) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২।