সিলেটের “সৈনিক ক্লাব” রাত হলেই “নাইট ক্লাব” !
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ৩:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর লামাবাজার এলাকার সৈনিক ক্লাবে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চলছে মাদক ও জুয়ার আসর। সমাজবিরোধী এসব অবৈধ কর্মকাণ্ড কোতোয়ালি থানা পুলিশের জানা থাকলেও পুলিশ রহস্যজনক কারণে নীরব।
প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাদক, জুয়া আর অবাঞ্ছিত নারীদেরকে নিয়ে রীতিমতো নাইট ক্লাবে পরিণত হয় সৈনিক ক্লাবটি।
এলাকাবাসীর নানা অভিযোগ থাকলেও প্রভাবশালীদের প্রশ্রয়ে সৈনিক ক্লাবটি পরিচালিত হওয়ার কারণেই পুলিশ কোন ধরণেরই ব্যবস্থা নিচ্ছে না। প্রাক্তন সৈনিকরা মিলে এই ক্লাবটি গড়ে তুললেও এখন আর আগের ক্লাব নেই। দিনে দিনে বেসামাল হয়ে পড়েছে সৈনিক ক্লাবটি।
স্থানীয় সূত্রে জানা যায়- ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী কালা মানিকের ছোট ভাই মহসিন নিয়ন্ত্রণ করে এই ক্লাবটি। তার নেতৃত্বেই প্রতি রাতে বসে জুয়ার আসর। এছাড়াও তার সঙ্গে টুকেরবাজার এলাকার মুকিত, গিয়াস ও একপাস নামের তিন যুবক জুয়ার ব্যবসায়িক পার্টনার হিসেবে রয়েছে।
থানা ও ফাঁড়ি পুলিশকে ম্যানেজ করেই দীর্ঘদিন থেকে অবৈধ কর্মকাণ্ডে সরগরম সৈনিক ক্লাবটি। এ বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন- সৈনিক ক্লাবে তাস খেলার অনুমোদন রয়েছে। তবে এর বাইরে কিছু চলতে থাকলে পুলিশ আবারো অভিযান চালাবে। নানা অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকবার ওই ক্লাবে পুলিশ অভিযান চালায়। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।