কুলাউড়ায় বাল্যবিয়ের আয়োজনে মা-বাবার জেল জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৬, ৩:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
কুলাউড়ায় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে বাবাকে ৫ দিনের জেল ও মাকে নগদ ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । ২২ আগস্ট সোমবার বিকেলে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গৌরিশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের পরমেশ মিয়ার ছেলে মুকিত মিয়ার সাথে সোমবার জহুরা আক্তারের বিয়ের দিনক্ষণ ধার্য্য করা হয়। এদিকে বাল্য বিয়ের খবর পেয়ে প্রশাসন কনের বাড়িতে অবস্থান নেয়। বরপক্ষ আসার পথে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার থেকে সটকে পড়ে।
বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া জহুরা আক্তার (১৪) মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনসহ কুলাউড়া থানা পুলিশ।