বিমানে আগুন : শাহজালালের রানওয়ে বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৬, ১:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে গেছে এবং এ সময় বিমানের চাকায় আগুন ধরে যায়। বুধবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
এর ফলে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সিভিল অ্যাভিয়েশনের মেম্বার (অপস) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।