বিশ্বনাথ থানা থেকে পালিয়েছে ডাকাতি মামলার রিমান্ডের আসামী
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৬, ১:৩৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের বিশ্বনাথ থানা থেকে রুহুল নামের ডাকাতি মামলার রিমান্ডের এক আসামী পালিয়েছে।
মঙ্গলবার রাতে থানা থেকে পালিয়ে যায় বলে পুুলিশ সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে পুলিশের কেউই মুখ খুলতে চাচ্ছেন না।
জানা যায়- থানার এসঅাই হাবীব অাদালতের মাধ্যমে ডাকাত রুহুলকে রিমান্ডে নিয়ে অাসেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত এএসপি সুজ্ঞান চাকমা বলেন- রিমান্ডের অাসামী থানা থেকে পালিয়ে গেছে বলে শুনেছি।