যুক্তরাষ্ট্রে প্রতিবার আটকের ঘটনায় হতাশ শাহরুখ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ১১:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিশ্বের চলচ্চিত্র তারকাদের অন্যতম একজন বলিউড তারকা শাহরুখ খান। ভারতীয় চলচ্চিত্রের ‘কিং খান’ হিসেবেই পরিচিত শাহরুখ খান। কিন্তু যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রতিবারই বিমানবন্দরে আটক হচ্ছেন শাহরুখ খান, এবার লস এঞ্জেলেসে আটক হয়েছিলেন তিনি। প্রত্যেকবার যুক্তরাষ্ট্র ভ্রমণে এমন আটক হবার ঘটনায় টুইটারে নিজের হতাশা প্রকাশ করেছেন শাহরুখ খান। ২০০৯ এবং ২০১২ সালে যুক্তরাষ্ট্রের অন্য দুইটি বিমানবন্দরে এক ঘন্টারও বেশি সময় আটকে রাখা হয় এই অভিনেতাকে। ‘কিং’ খানকে এভাবে আটক করার জন্য অতীতে যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেছে ভারত। এবার লস এঞ্জেলেসে আটকের ঘটনার পর এ নিয়ে টুইটারে দুঃখ প্রকাশ করেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।