সিলেটে পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের ৩৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ২:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর আম্বরখানায় পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফীসহ ২০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) এর ওরস উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে নগরীর আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ওই সময় আম্বরখানা পয়েন্ট দিয়ে চৌহাট্টার দিকে মোটরসাইকেল নিয়ে ঢুকতে চান ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফী। তখন পুলিশ তাকে বাধা দিলে ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফীসহ ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশসহ অন্তত ১৫জন আহত হন।