বালাগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৬, ৯:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের বালাগঞ্জে সেলিম আহমদ (৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সেলিম আহমদের বাড়ির পেছনে একটি খালের মধ্যে গলিত অবস্থায় স্বজনরা তার লাশ দেখতে পান। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
সেলিম আহমদ উপজেলার বোয়ালজুর ইউপির রুপাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে। সোমবার বিকেলে তার লাশ জানাযা শেষে রুপাপুরস্থ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম আহমদ মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে তার মৃত্যু হতে পারে বলে সকলে ধারণা করছেন।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে বাড়ী থেকে পার্শ্ববর্তী কালীবাড়ী বাজারের উদ্দেশ্যে বের হয়ে রাত ১০টা পর্যন্ত সেলিম আহমদ বাড়ী না ফেরায় সম্ভাব্য একাধিক স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ছোট ভাই সাংবাদিক কবির আহমদ রোববার দুপুরে বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।