শিক্ষা অধিদপ্তরের সাইটে নেই ওসমানীনগরের নাম
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৬, ৬:২৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি :
প্রশাসনিক কার্যক্রম পরিচালনার এক বছরের অধিক সময় পেরিয়ে গেলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে স্থান পায়নি সিলেটের ‘ওসমানীনগর’ উপজেলার নাম। পূর্বের বালাগঞ্জ উপজেলার অধীনেই রয়েছে শিক্ষা বিভাগের সকল কার্যক্রম। শিক্ষা অধিদপ্তরসহ যেসকল দপ্তরে ওয়েবসাইট ও কাগজপত্রে এখনো বালাগঞ্জ উপজেলার নাম রয়েছে তা সংশোধন করে ‘ওসমানীনগর’ লেখার দাবি এলাকার সচেতন মহলের।
২০১৫ সালের ১২ জুলাই ওসমানীনগরে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিলে ১৩ জুলাই থেকে ভাড়াকৃত অফিসে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত বছরের ২জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ওসমানীনগরকে উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে ওসমানীনগর নামক কোন উপজেলার অস্তিত্ব নেই। পূর্বের মতো সবকিছু রয়েছে বালাগঞ্জের অধীনে। এছাড়া আজ পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি। এতে বালাগঞ্জ উপজেলাধীন থেকেই সম্পন্ন করতে হচ্ছে ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের দাপ্তরিক কাজ। একই অবস্থা বিরাজ করছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রেও। একজন শিক্ষা কর্মকর্তাকে প্রেষণে ওসমানীনগরে আনা হলেও তাকে প্রশাসনিক কোন ক্ষমতা দেয়া হয়নি।
এ প্রসঙ্গে ওসমানীনগর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছ সুরমা নিউজকে বলেন, স্বতন্ত্র উপজেলা হওয়া সত্ত্বেও মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ওসমানীনগরের নাম নেই। শিক্ষা কর্মকর্তা নিয়োগ এবং ওয়েব সাইটে নাম সংযোজনের দাবি জানান তিনি।
সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, এব্যাপারে মন্ত্রনালয়কে চিঠি দেয়া হলেও কাজ হয়নি। বিষয়টি নিয়ে আবারো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলে আশ্বস্থ করেন তিনি।