সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিলেটে এনজিও সমূহের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৭:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটে কর্মরত সকল এনজিও সমূহের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ আগস্ট রোববার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসএসকেএস এর সাধারণ সম্পাদক ও এনজিও ফেডারেশনের সভাপতি রোটারিয়ান বেলাল আহমদ’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক নজরুল ইসলাম ভুইয়া, ব্লাস্ট সিলেট ইউনিটের সমন্বয়ক এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, রাইজ ফাউন্ডেশনের ইডি আবুল কালাম আজাদ, সীমান্তিকের পরিচালক পারভেজ আলম, এফআইভিডিবি’র আজিম উদ্দিন, জেসিস’র ইডি এটিএম বদরুল ইসলাম, আইডিয়া’র সহকারী পরিচালক নাজিম আহমদ, বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা, ভার্ড সিলেটের সহকারী পরিচালক নাসরিন বানু, আরজদ আলী স্মৃতি পাঠাগারের ইডি মোঃ সাদিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আওলাদ হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক মশিউর রহমান, টিএমএসএস এর আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, আরডাব্লিউডিও এর সমন্বয়কারী ফারুক আহমদ, ইউকে বিইটি এর প্রশাসন (অর্থ) ফজলে রাব্বি চৌধুরী, এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, বিসিটিআই’র চেয়ারম্যান রোটারিয়ান মোঃ মিজানুর রহমান, পিজিআইসি’র চেয়ারম্যান আনিসুল ইসলাম চৌধুরী, সেক্রেটারী শফিউল আলম জুয়েল, ডাঃ এ.এস.এম মাহমুদুল হক, সহ জেলার সকল এনজিও প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকবেলায় এনজিও কর্মীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, দেশের ভাবমূর্তি বিনষ্টকারী সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এনজিও কর্মীদের মাঠে-ময়দানে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে রোটারিয়ান বেলাল আহমদ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আয়োজিত এ মানববন্ধনে অংশ গ্রহণকারী সকল এনজিও প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানান এবং জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সরকারের পাশাপাশি এনজিও কর্মীদের কাজ করার আহবান জানান।