সিলেটে পিয়াইন নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৪:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের জাফলং পিয়াইন নদীর স্বচ্ছ জলে সলিল সমাধি হলো আসিফ আহমদ (১৭) নামে এক পর্যটকের। নিখোঁজের দু’দিন পর রোববার (২১ আগস্ট) সকালে ১১টার নদী গর্ভ থেকে ভেসে উঠে তার মরদেহ। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন। এদিন তিনি বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসেন।
নিহত আসিফ আহমদ গাজীপুরের টঙ্গি সদর এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। রোববার সকালে বল্লাঘাট পিকনিক সেন্টারের অদূরে পিয়াইন নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।