বৃষ্টিজলের ক্রন্দন কিংবা সূর্য্য চোখের ঢেউ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৫৬ অপরাহ্ণ
বিলাল হোসেন
তাপহীন এবেলায় ডেকে যায় কৃষ্ণচূড়া ফুল
নিরর্থক পড়ে থাকা। শিমুলের পাহাড়
অনাদিকাল লালন করে যতোটুকু ভুল
হয়, তার দামে কেনা যায় দুবেলা আহার?
বৃষ্টি সন্যাস আর মেঘদূত যাই হবে
পৃথিবীর পকেটে চাই পর্যাপ্ত জৈবিক স্তর
না হলে দরবেশ জীবনও হয়ে ওঠে বড়ো মন্থর
ছোট হয় আবেগী দিন পাখিহীন ব্যর্থ কলরবে।
সূর্য্যের চোখে নিজেকে দেখে ঠাট্টা করে
বাতাসের বীজ। উড়ে যায় চিল-উড়ে যাওয়া
বকুলের দেয়াল হাইপার মোড়ে ধ্বসে পড়ে
বৃষ্টি চোখে আগুন দেখে নিঃস্ব হওয়া।
কতো আলো জন্ম দিবে কতো পারো দিতে
কতো পারো ঢালতে গোলাপ অন্ধ ত্রিমুখীতে…