নুসরাতের প্রেমের লাভ এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দেব চোটে গেলেন। আর তারপরই সপাটে চড় কষিয়ে দিলেন নুসরাতকে? কী ভাবছেন শুনে? সত্যি সত্যিই নুসরাতকে চড় কষলেন দেব?
আরে না। দেব আর নুসরাতের প্রেম তো চলছে লাভ এক্সপ্রেসে। আর সেখানেই একটি দৃশ্যে নুসরাতকে চড় মারতে দেখা গিয়েছে দেবকে। শাহরুখ-দীপিকার চেন্নাই এক্সপ্রেস তো দেখেছেন। কিন্তু লাভ এক্সপ্রেসের প্রথম ঝলক চোখে না দেখলে, মিস করবেন কিন্তু। দেব-নুসরাতের এমন রসায়ন কিন্তু আগে কখনো দেখেননি। তাই একবার লাভ এক্সপ্রেসের ট্রেলারটা দেখেই নিন।








