ব্রাজিলের স্বপ্ন পুরন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৬:১৯ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ ফুটবলে ব্রাজিলের অর্জনের খাতা অনেক ভারী। তাদের ট্রপির সোকেসে অনেক ট্রপিই শোভা পাচ্ছে। কিন্তু একটা জিনিষই ছিলনা আর তা হচ্ছে অলিম্পিকের সোনা। এবার অধরা সেই স্বপ্নের মিশনে নেমেছিল ব্রাজিল । নিজ দেশে অলিম্পিকের আসর এমন মোক্ষম সুযোগ তো আর আসবেনা। অবশেষে তাদের সেই অধরা স্বপ্ন পূরণ হয়েছে । মারাকানায় রিও অলিম্পিকের ফুটবল ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। রোনালদো, রিভালদো, রোমারিও, বেবেতো—ব্রাজিল ফুটবলের অনেক বড় বড় নাম যে গৌরবের অংশ হতে পারেননি, সেই গৌরবই দেশের জন্য বয়ে আনলেন নেইমার। টাইব্রেকারের শেষ শটটি গোলে পরিণত করে নেইমারই হয়ে থাকলেন ব্রাজিলের অলিম্পিক-স্বপ্ন পূরণের অনন্য সারথি। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। ম্যাচের ২৭ মিনিটেই অবশ্য ব্রাজিলকে অসাধারণ এক ফ্রিকিকের গোলে এগিয়ে দিয়েছিলেন নেইমার। ৬০ মিনিটের মাথায় সমতা ফিরিয়ে এনেছিলেন জার্মান অধিনায়ক ম্যাক্সিমিলিয়ান মেয়ার। এর পর আক্রমণ-পাল্টা আক্রমণে অলিম্পিক ফাইনাল হয়ে উঠেছিল দারুণ উপভোগ্য। দুইবার গোলপোস্টও হয়ে উঠেছিল ব্রাজিলের ত্রাণকর্তা। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে ফুটবলের সোনা ব্রাজিলেরই। দুর্ভাগ্যের হাতে বন্দী জার্মানির সব লড়াই। রিও অলিম্পিকের আনন্দটাই যেন ব্রাজিলের মানুষের জন্য বহুগুণে বাড়িয়ে দিলেন নেইমাররা।