জাতীয় দলের নতুন মুখ মাঠ মাতানো সিলেটের মনসুর আমিন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৪৭ পূর্বাহ্ণ
স্পোর্টস রিপোর্টার:
এএফসি এশিয়ান কাপ প্লে-অফের বাছাইপর্বের জন্য ৩৩ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । সেখানে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ এবং চলতি বিপিএলে আরামবাগ ক্রীড়া চক্রের হয়ে মাঠ মাতানো খেলোয়াড় সিলেটের মনসুর আমিন।
মনসুরের ফুটবল জগৎ শুরু হয় সিলেটের ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের হাত ধরে। সেখান থেকে তিনি কদমতলা সংসদের হয়ে খেলেছেন ঢাকা ৩য় বিভাগ লীগে। সেখানে মন মাতানো পারফর্ম্যান্সের পর তিনি ঢাকা ২য় বিভাগ লীগে খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। তারপর ভগত মৌসুমে তিনি খেলছেন ঢাকা মোহামেডানের হয়ে। এই মৌসুমে মনসুর চুক্তিবদ্ধ হয়েছেন আরামবাগ ক্রীড়া চক্রের সাথে।
আগামীকাল রবিবার হেড কোচ পল সেন্টফিটের কাছে রিপোর্ট করবেন তিনি। অতঃপর টানা নয়দিনের ক্যাম্প শেষে ৩০ আগস্ট মালদ্বীপের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এক নজরে ৩৩ সদস্যের দলঃ
ফরোয়ার্ড হিসেবে রয়েছেনঃ জুয়েল রানা, রুবেল মিয়া, রুমন হোসেন, নাবিব নেওয়াজ জীবন, দিদারুল আলম, মেহেদি হাসান তপু, আমিনুর রহমান সজিব, শাখাওয়াত হোসেন রনি, মেহবুব হাসান নয়ন। ডিফেন্ডার হিসেবে জায়গা হয়েছে, রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালি ফয়সাল, মনসুর আমিন (নবাগত), আতিকুর রহমান মিশুর ।
গোলরক্ষকঃ শহিদুল আলম সোহেল, মো: নেহাল, মাকসুদুর রহমান মোশতাক ও আশরাফুল ইসলাম রানা।
মিডফিল্ডারঃ প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, ইমন মাহমুদ, মো: আবদুল্লাহ, সোহেল রানা, সেন্টু চন্দ্র সেন ও এনামুল হক শরিফ।