আজ দেশে ফিরছেন মুস্তাফিজ
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ৬:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ইংল্যান্ডে কাঁধের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আজ শুক্রবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁ-হাতি এই পেসার।
ইংল্যান্ডে কাঁধের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আজ শুক্রবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁ-হাতি এই পেসার।
তার চিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেস জানিয়েছেন, অস্ত্রোপচার পরবর্তী কোনো জটিলতা নেই তার কাঁধে। তাই দেশে আসায় কোনো বাধা নেই কাটার মাস্টারের।
ওয়ালেসের সঙ্গে দেখা করতে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফোর্টিয়াস হাসপাতালে যান মুস্তাফিজ। পরীক্ষা নিরীক্ষা করে তার অবস্থার উন্নতিতে সন্তুষ্টি জানিয়েছেন এই শল্যবিদ।
দেবাশীষ চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং শুক্রবারেই লন্ডন থেকে রওনা দেবেন তারা। মুস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।
মুস্তাফিজ আগামী ৫ মাসের মধ্যেই মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করছেন বিসিবির চিকিৎসক।