ওসমানীনগরে কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসা সেরা
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ৩:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
এবারের আলিম পরীক্ষার ফলাফলে ওসমানীনগরে উপজেলায় সেরা হয়েছে কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসা। অন্যদিকে আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ ৫ পেয়েছে চক বাজার দাখিল মাদরাসার শিক্ষার্থী।
এ বছরের আলিম পরীক্ষায় ওসমানীনগরের মোট ১’শ ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করলে উত্তির্ণ হয় ১’শ ২১ জন শিক্ষার্থী। পাশের হার ৮০.৬৭ ভাগ।
এরমধ্যে মাদার বাজার এফ ইউ আলিম মাদরাসা ৪২ জন পরিক্ষার্থী অংশ নিলে উত্তির্ণ হয় ৩০ জন, পাশের হার ৭১.৪৩ ভাগ, হযরত শাহ জালাল (রহঃ) ফাযিল মাদরাসা ৫৫ জন পরিক্ষার্থীর মধ্যে উত্তির্ণ হয়েছে ৪৩ জন, পাশের হার ৭৮.১৮ ভাগ, কুরুয়া ইসলামি আলিম মাদরাসা ১৫ জন পরিক্ষার্থীর মধ্যে উত্তির্ণ হয়েছে ১৪ জন, পাশের হার ৯৩.৩৩ ভাগ, চক বাজার দাখিল মাদরাসার ২১ জন পরিক্ষার্থীর মধ্যে উত্তির্ণ হয়েছে ১৯ জন, পাশের হার ৯০.৪৮ ভাগ এবং শেখ ফজিলাতুন্নেছা ফাযিল মাদরাসা ১৭ জন পরিক্ষার্থী অংশ নিলে উত্তির্ণ হয় ১৫ জন, পাশের হার ৮৮.২৪ ভাগ।