ব্লু -বার্ড স্কুল এন্ড কলেজে পাসের হার-৮১.২৫
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ১২:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট ব্লু -বার্ড স্কুল এন্ড কলেজ পাসের হার-৮১.২৫। বিজ্ঞান বিভাগ- পরীক্ষার্থী-১৩০ জন, কৃতকার্জ-১২৬ জন। মানবিক- পরীক্ষার্থী-৬৩ জন, কৃতকার্য-৩৩ জন। ব্যবসা-পরীক্ষার্থী-৪৭ জন, কৃতকার্য-৩৯ জন। এ+ ১ জন, বিজ্ঞান বিভাগ থেকে।
গতবার পাসের হার ছিল ৯৪.০৫। গতবারের তুলনায় এবার পাসের হার কম হওয়ার কারণ জানতে চাইলে কলেজের গণিত বিভাগের অধ্যাপক দিপক কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি এইবার ইংরেজী বিষয়ের প্রশ্নপত্রে হঠাৎ করে পরিবর্তন আনার কারণে ফলাফলের এই অবস্থা। কেননা বেশিরভাগ শিক্ষার্থীরা তাদের ইংরেজী বিষয়ে পরীক্ষা অনেকাংশে খারাপ হয়েছে বলে পরীক্ষার পর থেকেই বলে আসছিল।