এবারের এইচএসসিতে সিলেট ক্যাডেট কলেজের সাফল্য
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে সিলেট ক্যাডেট কলেজ পূর্বের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
সিলেট ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মোট ৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে। সহশিক্ষা কার্যক্রমের মতো শিক্ষা কার্যক্রমেও ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় কলেজ অধ্যক্ষ কমান্ডার এম সাইফুর রহমান (ট্যাজ), বিসিজিএম, পিএসসি, বিএন ক্যাডেট, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য সিলেটবাসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রেরিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানবসম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে বলে অধ্যক্ষ প্রত্যাশা করেন এবং আগামীতেও সাফল্যের ওই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন