মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ৭:১৩ পূর্বাহ্ণ
শাদা মৃত্যুর আলিঙ্গনে দীর্ঘকাল
যাযাবর যাতনায় পেরিয়েছি, সুতীব্র আয়ূ
মিছিলে মিছিলে কফিনের দুর্গে শুধু
বায়বীয় হাতের উষ্ণতা…
গরম জলের উত্তাপ আর নদীর মৌন উত্তেজনায়
করোটিতে নামে কাকভোর সন্ধ্যা
আগর পরাগে উড়ে যায় উচ্ছল গোধুলী
আয়ূহীন এবেলায় ডেকে যায় কৃষ্ণকণ্ঠ
সুরহীন মৃদঙ্গ মৃদু হয়ে পাঁজরে টুকে
সুশীতল হাপর…
যেতে যেতে শাদা মৃত্যু ঘটে গেলে
চোখে নামে তারাদের আদর।