দ্রুততম গোলের রেকর্ড গড়লেন নেইমার
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৬, ৭:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক রেকর্ডের মালিক হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। খেলা শুরুর ১৪ সেকেন্ডের মধ্যে গোল করে অলিম্পিকে দ্রুততম গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন দখল তিনি।
খেলার শুরুতে নেইমারের এই রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথম মিনিটে হন্ডুরাসের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান নেইমার। আর সেই সুযোগেই দ্রুততম গোলটি করেন নেইমার।
অলিম্পিক ফুটবলের ইতিহাসের এটি দ্রুততম গোল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ সেকেন্ডে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন কানাডার জেনিন বেকি।