জার্মানি বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৪:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মদিন উপলক্ষে বিএনপি জার্মানি শাখা ১৫ আগস্ট সোমবার কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে এবং ১ম যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপি নেতা কাজী রেজাউল সাইদ, আনোয়ার হোসেন, সাইফুল করীম মজুমদার, কাজী সুরুজ, আনহার মিয়া, শাহ আলম, মাশরুর আলম বাবলিসহ জার্মানি বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসের সাথে বেগম খালেদা জিয়ার নাম ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। শুধু দেশ ও জনগণের জন্য তিনি এখনো অবিচলভাবে তার গনত্রন্ত্র রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সাথে সাথে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের রূহের মাগফিরাত এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
তাছাড়া স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য ভূমিকা এবং রাষ্ট্র গঠনে তাঁর অনন্য কৃতিত্বের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে বিদেশে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।