বিয়ানীবাজারে জাতীয় শোকদিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৯:৪২ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিয়ানীবাজারে জাতীয় শোকদিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শোকদিবস উপলক্ষ্যে পৃথক কর্মসূচি পালিত হয়।
সোমবার (১৫ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ করে উপজেলা চত্বর থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌশহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে সকাল সাড়ে ১০টায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া প্রমুখ।