১৫ই আগস্টের ঘাতক চক্র স্তব্ধ করে দিতে চেয়েছিল দেশের অগ্রগতিকেঃ যুক্তরাজ্য আওয়ামীলীগ
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ১১:২৩ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ঘাতক খুনিচক্র স্তব্ধ করে দিতে চেয়েছিল দেশের অগ্রগতিকে। ধ্বংস করে দিতে চেয়েছিল জাতীয় মুক্তিসংগ্রামের সব অর্জনকে। এ দিন শুধু জাতির জনককেই হত্যা করা হয়নি, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও লক্ষ্যকে ভিত্তি করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে যাওয়া একটি জাতির আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের নেতৃত্বকে হত্যা করা হয়েছিল। ঘাতকদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর রক্তের কোনো উত্তরাধিকার যেন বেঁচে না থাকে। আর সেজন্যই তারা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র ১০ বছরের শিশু রাসেলকেও রেহাই দেয়নি। আমাদের পরম সৌভাগ্য যে, পরম করুণাময়ের অশেষ কৃপায় বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় সেদিন ঘাতকের হাত থেকে প্রাণে রক্ষা পান। আজ গর্ব করে বলতে পারি ষড়যন্ত্রকারী খুনিচক্রের সেই আশা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে মারুফ চৌদুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ভরপ্রাপ্ত সাধারন সম্পাদক নইম উদ্দীন ৱিয়াজ, সহ সভাপতি অধ্যাপক আবুল কাশেম, আবুল হাসেম মাস্টার, এম এ রহিম, যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য তারিফ আহমদ,রবিনপাল,আব্দুল করিম,এসএম সুজন,ডঃ ফয়জুর রহমান, খছরুজ্জামান,লন্ডন মহানগর আওয়ামীলীগের শফিক আহমদ, আজহারুল ইসলাম শিপার, আহমেদ হাসান, যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ন সমপাদক জামাল খান, দেলোয়াৱ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, লন্ডন মহানগৱ যুবলীগের সাধারন সম্পাদক ফয়ছল হোসেন সুমন, মোয়াজেজম চৌ রিপন, খালেদ আহমদ শাহীন, মিছবাউৱ রহমান দুলন, সৈয়দ ফয়জুল ইসলাম, ছাত্রলীগের তামীম আহমদ, সজীব ভূইয়া, জাকির আকতারুজ্জামান,আবুল ফয়েজ, প্রমুখ।