শোক দিবসে বালাগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ৫:৫৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি :
জাতীয় শোক দিবসে বালাগঞ্জ উপজেলা আওয়ামী নবীন লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা নবীন লীগের আহবায়ক বাপ্পন পুরকায়স্থ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান মফুর বলেন, ‘বঙ্গবন্ধু’র সকল খুনিদের বিচার এই বাংলার মাটিতে হবেই এবং যারা পলাতক রয়েছে তাদের দেশে এনে বিচার করা হবে। তিনি বলেন, বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুচ, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, স্পেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সিলেট সমবায় ব্যাংকের পরিচালক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল ইসলাম (রাজু), বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, রফিকুল ইসলাম, তারেক আহমদ, বিভাষ চক্রবর্তী রণি, শামিম আহমদ, বেলাল আহমদ, উপজেলা নবীন লীগের যুগ্ন আহবায়ক- আতাউর রহমান, ময়নুল হক, রাজিব সিংহ, শেখ বুলবুল আহমদ,ফয়েজ আহমদ, সদস্য-অরিন্দ্ম বিশ্বাস অপু, মোহন চক্রবর্তী, তারেক আহমদ, সুপ্তুম দাস, তমাল দাস, ঝলক বৈদ্য, গোবিন্দ ধর, পার্থ পাল প্রমুখ।