খালেদা জিয়ার সুস্থতা ও সফলতা কামনায় সৌদি আরব বিএনপির কাবা শরীফ তাওয়াফ
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:১৮,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৬
সুরমা নিউজ:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘ জীবন এবং নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির দ্বারা গনতন্ত্র পুনরুদ্ধারের সফলতা কামনা করে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফ করেছেন সৌদি আরব বিএনপির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা একত্রিত হয়ে গত রাতে আল্লাহর ঘর তাওয়াফ করেন।
আল্লাহর দরবারে বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং প্রিয় নেতা তারেক রহমানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আবসার, মামুন, নাজমুল, আক্তার হোসেন, শিবুল আহম্মেদ, আব্দুল মতিন খসরু, মারুফ কামাল, সাহাব উদ্দিন কয়েছ আহম্মেদ, লিটু, কাওছার আহম্মেদ, আব্দুল হাকিম শাহআলম, জাহাঙ্গীর চৌধুরী, হেলাল উদ্দীন প্রমুখ।