অলিম্পিক মিলিয়ে দিল দুই হৃদয়কে
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ৫:১৪ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বিয়ের প্রস্তাব দিলেন, তা-ও কিনা আবার অলিম্পিকের আসরে! হ্যাঁ, রিও অলিম্পিকে এমনই এক সুন্দর এবং বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। দুই চিনা ডাইভারের এহেন ভালবাসার সাক্ষী থাকল গোটা বিশ্ব।
হে জি, মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং-এ রুপো জেতেন। কিন্তু রুপোর পদকের চেয়েও বড় পুরস্কার তাঁর জন্য অপেক্ষা করছিল সেটা ভাবতেও পারেননি জি। মেডেল নিয়ে তিনি সবে পোডিয়াম থেকে নীচে নেমেছেন, তখনই খুব গম্ভীর মুখে তাঁরই সতীর্থ কিন কুই হাজির হন জি-র সামনে। হাঁটু মুড়ে বসে পড়েন। কী ঘটতে চলেছে তা দেখার জন্য গোটা পোডিয়ামের চোখ তখন জি-কিনের দিকে। এর পরেই পকেট থেকে একটি লাল রঙের ছোট বাক্স বের করেন কিন। বাক্সটা খুলে জি-এর দিকে বাড়িয়ে সলজ্জে বিয়ের প্রস্তাব দেন। অপেক্ষা ছিল উত্তরের। কিন-এর এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রথমে হতভম্ব হয়ে যান জি। তবে এক মুহূর্তও দেরি করেননি তিনি। সম্মতি দেন কিন-এর প্রস্তাবে। সঙ্গে সঙ্গে কিন-ও জি-এর আঙুলে এনগেজমেন্ট রিং-টা পরিয়ে দেন। গোটা পোডিয়াম তখন হাততালিতে ফেটে পড়ে।