ইংলিশ প্রিমিয়ার লীগঃ হারে শুরু লেস্টারের, জয় পেয়েছে গার্দিওলার মান সিটি
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৮:৩৫ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লেস্টারকে মাটিতেই নামালো প্রিমিয়ার লীগে নতুন উঠে আসা হাল সিটি। সারা দুনিয়ার ফুটবল প্রেমিদের প্রত্যাশিত এই লীগ শুরু হয়েছে অঘঠন দিয়ে। হাল সিটির বিপক্ষে লেস্টারের জয় দেখছিল সবাই। কিন্তু মাঠের পারফরম্যান্সে লেস্টারকে হারিয়ে দিয়েছে হাল। আক্রমন পাল্টা আক্রমনে শুরু ম্যাচে বিরতির ঠিক আগ মুহুর্তে দিওমান্তের গোলে এগিয়ে যায় হাল সিটি। বিরতির পরই লেস্টারের তারকা স্ট্রাইকার মাহরেজের পেনাল্টি গোলে সমতা ফেরায় চ্যাম্পিয়ানরা। ম্যাচের ৫৭ মিনিটে হাল সিটির স্নডগ্রাস গোল করে লেস্টারকে ব্যাকফুটে ঠেলে দেন । ম্যাচের বাকি অংশে অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি রেনেইরির শিষ্যরা। দিনের অপর আকর্ষনীয় ম্যাচে স্যান্ডারল্যান্ডের সাথে ভাগ্য গুনে জয় পেয়েছে গার্দিওলার মানচেষ্টার সিটি। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এক হাই প্রোফাইল কোচের প্রিমিয়ার লীগে অভিষেক ম্যাচটি কেমন হয় তা দেখতে অপেক্ষায় ছিলেন তাবৎ ফুটবল বিশ্ব। দল নির্বাচনে প্রথমেই চমক দেখান গার্দিওলা। ম্যাচের ৪ মিনিটেই এগুয়েরোর পেনাল্টি গোলে ইতিহাত স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ভালো ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিলনা সিটি। উল্টো ম্যাচের ৭১ মিনিটে জার্মেইন দিফোর গোলে ম্যাচে আসে সমতা। কপালে ভাঁজ গার্দিওলা দু একটি পরিবর্তন করে ম্যাচে প্রান ফেরান। ৮৭ মিনিটে নাভাসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলটি নিজেদের জালেই জড়িয়ে দেন স্যান্ডারল্যান্ডের মেক নায়ার। দিনের অপর ম্যাচে জয় পেয়েছে সোয়ান্সি সিটি,(১-০)বার্নলি । ওয়েস্ট ব্রম(১-০) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।এছাড়া এভারটন বনাম টটেনহাম,(১-১) মিডলসব্রো বনাম স্টোক সিটি,(১-১) সাউদাম্পটন বনাম ওয়াটফোর্ডের ম্যাচগুলো ড্র হয়েছে।