সৌদিআরব বিএনপির সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৬:০৬ অপরাহ্ণ
সৌদিআরবে জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও উপদেষ্টা আলহাজ্ব আবদুর রহমানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জেদ্দা মহানগর বিএনপি’র আহবায়ক আজাদ চয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান তপনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দেশের মুক্তিকামী জনতার প্রিয় সংগঠন হচ্ছে বিএনপি। ক্ষমতাসীন অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো বেগবান হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনতার মুক্তির জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।