ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১০:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কালিখো পল আত্মহত্যা করেছেন। প্রাদেশিক রাজধানী ইটানগরে মুখ্যমন্ত্রীর বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে মঙ্গলবার (০৯ আগস্ট) পুলিশ জানিয়েছে।
অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন আইএএনএসকে এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে- ৪৭ বছর বয়সী কালিখো পল সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গেল ১৬ জুলাই পেমা কান্ডু প্রদেশটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও সরকারি বাসভবন ছাড়েননি সাবেক মুখ্যমন্ত্রী কালিখো।
একজন জ্যেষ্ঠ প্রাদেশিক পুলিশ কর্মকর্তা বলেন, “সাবেক মুখ্যমন্ত্রী যে ঘরে আত্মহত্যা করেছেন সেখান থেকে আমরা একটি চিঠি উদ্ধার করেছি। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানানোর যোগ্য ব্যক্তি আমি নই।”
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে সরিয়ে দায়িত্ব গ্রহণ করেন কালিখো পল।
অরুণাচল প্রদেশের কংগ্রেস আইনপ্রণেতারা পেমা কান্ডুকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করার আগে ১৩ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।