সিলেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে নগরীর চৌহাট্টায় এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ বর্মণ রানার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল খালিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, মিসেস নাজনীন হোসেন প্রমুখ।