সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বনাথের রামপাশা ইউপি’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ১০:২৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
‘জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে’ সিলেটের বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নে বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ‘জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে’ একাত্মতা পোষণ করেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
সভায় বক্তারা বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে’ মানববন্ধনই প্রমাণ করে বাংলার মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদে বিশ্বাসী নন। তাই স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য বাংলার সর্বস্তরের মানুষ নিজেদের অবস্থান থেকে আজ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছেন। ফলে শীঘ্রই এদেশ থেকে বিতাড়িত হবে জঙ্গি ও সন্ত্রাসবাদ।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান’র সভাপতিত্বে ও নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, আমতৈল দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা ফারুক আহমদ, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, আল-আযম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ইকবাল, শহীদ জিয়াউর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাশ, রামাপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফেরদৌস আহমদ, আমতৈল পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রায়হান আহমদ, পাঠাকইন জামেয়া ইসলামিয়া লতিফিয়া মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ও রামাপাশা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আবুল খয়ের, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, রামাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্মা রাণী দাশ, ইউপি সদস্য শহিদুল ইসলাম কমলা, ইমাম উদ্দিন, আবদুল কাইয়ুম, আবুল কাশেম, আনিসুজ্জামান খান, নজরুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, জুবায়ের আহমদ, রমজান আলী, তাজ উল্লাহ, নিজাম উদ্দিন, নাছির আহমদ, রফিক মিয়া, ইছহাক মিয়া, শামীম আহমদ, মিনা বেগম, আঙ্গুরা বেগম, রিনা বেগম, আছারুন নেছা, রুশনা বেগম, আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক, মোশাহিদ আলী, রজবুর রহমান রজু, সায়েদ নুর, আশরাফুল হক, জুয়েল আহমদ চেরাগ, দিলোয়ার হোসেন, আইয়ুব আলী, শামছুল ইসলাম মঙ্গল, বারাম উদ্দিন, সিরাজ মিয়া, বশির আহমদ, আবদুল গফুর, ইর্শ্বাদ আলী, রফিজ আলী, গেদা মিয়া, বাবুল আহমদ, কাচা মিয়া, মিজাজুল হোসেন, শাহনুর আহমদ, লায়েক মিয়া, আশ্রব আলী, সাহাব উদ্দিন, নুরুল হোসেন, ফয়ছল আহমদ, বাদশা মিয়া, আয়না মিয়া, লেচু মিয়া, বিএনপি নেতা বশির আহমদ, জুবায়ের আলী, নুর মিয়া, তাজুল মিয়া, রাজু মিয়া, চমক আলী, ইসলাম উদ্দিন, সুন্দর আলী, চুনু মিয়া, আফিজ আলী, শামছুল ইসলাম, জাতীয় পার্টি নেতা ফিরুজ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা সাদ নুর, সাব্বির আহমদ, বকুল আহমদ, ফয়ছল আহমদ, আজাদ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের (একাংশ) সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক আবদুল মুকিত সুমন, ছাত্রলীগ নেতা দুদু মিয়া, মিয়াদ আহমদ, মুহিব উদ্দিন, ছাত্রদল নেতা হামিদ শিকদার, মামুন আহমদ, শিমুল আহমদ, ছালিক মিয়া, সুহেল শাহ, দিলসুর মিয়া, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি বদরুল আহমদ মহসিন, সাবেক সভাপতি সিরাজ মিয়া, উপজেলা তরুন লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতিন, লতিফিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।