মোদীকে সারা শরীরে জড়িয়ে বিতর্কে রাখি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৭:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বলিউডের কন্ট্রোভার্সি কুইন হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। অধিকাংশ সময়ই খবরের শিরোনাম হন বিতর্কিত কাজ করে। কখনও পর্ন সিনেমায় নামার ঘোষণা দিয়ে আবার কখনও নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে।
তবে এ বার রাখি যা করলেন তা বোধহয় সব বিতর্ককে ছাড়িয়ে গেল।
সম্প্রতি তিনি এমন পোশাক পরলেন, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সে সব ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন রাখি।
আর কয়েকদিন পর ভারতের স্বাধীনতা দিবস। তাই নিজের পোশাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপিয়েছেন রাখি। সেই পোশাক পরে ছবিও তুলেছেন। কিন্তু এমনভাবে এবং এমন স্থানে সেই সব ছবি রয়েছে যা চরম দৃষ্টিকটু। আর সে সব ছবি নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
ঘনিষ্ঠ মহলে রাখির সাফাই, তিনি নাকি স্বাধীনতা দিবস পালন করছেন!
আমেরিকায় একটি প্রি ইন্ডিপেনডেন্স পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন রাখি। সেখানেই এই পোশাক পরেছিলেন। কেউ আঁচ করতে পারেননি, রাখি এমন কাণ্ড ঘটিয়ে বসবেন।
ওয়েব দুনিয়ায় ভাইরাল সেই ছবি দেখে এখন গোটা বলিউড বলছে, এমনটা না করলেই তিনি ভালো করতেন।