ভুল সময়ে, ভুল দেশে জন্মানো এক প্রতিভাসূর্য্য হুমায়ূন আজাদ!
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
একজন লেখকের কলম কাঁপিয়ে দেয় নষ্ট হওয়া সমাজের ভিত। গদ্যগুলোও পরিণত হয় জীবন্ত কবিতায়। সত্যগুলো তীব্র থেকে তীব্রতর হয়ে ভেদ করে দেয় অসৎ আর ভন্ডদের হৃদয়। ভুল সময়ে, ভুল দেশে জন্মানো এক প্রতিভাসূর্য্য। তিনি বাংলাদেশে প্রথাবিরোধী লেখালেখির প্রবাদপুরুষ বহুমাত্রিক লেখক হুমায়ূন আজাদ। যে সমাজ মিথ্যার আস্তরনে ঢাকা সেখানে সত্য উচ্চারণ পাপের (!) পর্যায়ে পড়ে। সেই সত্য উচ্চারণের পাপ (!) তিনি করেছেন। দেখিয়ে দিয়েছেন সমাজের ক্ষতগুলো। ধর্মান্ধ মগজহীন মূর্খরা তাঁকে থামিয়ে দিতে চেয়েছে চিরতরে। রক্তাত্ব করেছে তার দেহকে। কিন্তু চেতনাকে কি আর থামানো যায়! আর তাইতো দৈহিকভাবে জীবিত হুমায়ূন আজাদের চেয়ে দৈহিকভাবে মৃত হুমায়ূন আজাদ আজ অনেক বেশি শক্তিশালী। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে প্রতিটি পরতে পরতে অমোঘ সত্যের বজ্রাস্ত্র হয়ে জেগে আছেন তিনি! জেগে থাকবেন তাঁর প্রতিটি শানানো লেখায়। প্রতিটি শৈল্পিক কবিতায়। প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি প্রিয় থেকে প্রিয়তর হুমায়ূন আজাদ স্যারকে।
লিটন দেব জয়