
লিটন দেব জয়
তোমার অকৃপন চাহনীতে
আমার দৃষ্টি বিভ্রাট ঘটে।
ক্লান্ত চোখের পাতা
ভারী হয়ে আসে ক্রমশঃ।
অপার্থিব গ্রাম্যজ্যোৎস্না
তোমার আগমনে কাব্যময় হয়ে উঠে ।
শুদ্ধ শব্দেরা জড়ো হয়
হৃদয়াঙ্গমের আশায়।
আমি তাকাই তোমার চোখের
কয়েকশ মাইল গভীরে!
যেখানে ডুবে গেছে
আমার সমস্ত শব্দরা!
আমার সমস্ত কবিতারা!