সুন্দরবন রক্ষায় রামপাল চুক্তি বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন পালন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৮:২২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
” লেট ভয়েস বি হিয়ার্ড ” এর আয়োজনে সুন্দরবন ধ্বংসকারী রামপাল চুক্তি বাতিলের দাবিতে রবিবার স্হানীয় সময় বিকাল ছয়টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক মানব বন্ধনের আয়োজন করা হয়। লন্ডনে বসবাসরত অসংখ্য বাঙ্গালী পোস্টার ও প্লেকার্ড হাতে দাঁড়িয়ে এই মানব বন্ধনে বিক্ষোভ প্রদর্শণ করেন।
শাকুর হকের পরিচালনায় এবং বীর মুক্তিজোদ্ধা মাবুদ সায়েদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তারেক চৌধুরী, ডাক্তার গিয়াস উদ্দিন ,মাহমুদ রহমান ইকবাল ,ফারজানা ববি ,শান্তনু রায়, ইফতেখার আহমেদ, অনির্বান চৌধুরী , আলাস্কা হক , একরাম আলী ,মামুন শিকদার ,সায়েদ আলম, রফিকুল আলম,মুরাদ হোসাইন রঞ্জিত নাগ সহ আরো অনেকে .
সমাবেশে বক্তারা বলেন যে বাংলাদেশ সরকার সম্প্রতি প্রবল জনমত উপেক্ষা করে ভারতের রাষ্ট্রয়াত্ব সংস্হা ভারত হেভি ইলেকট্রনিকের সাথে সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্হাপনের জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তি সম্পাদন করেছে তা সুন্দরবনের ধ্বংস সাধন করবে।
সমাবেশে এই চুক্তিকে বন, পরিবেশ, প্রকৃতি ও জাতীয় স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের জোর দাবী জানানো হয়।
“লেট ভয়েস বি হিয়ার্ড” এর নেতা সেলিম মাহমুদ বলেন, “ভারতের সাথে রামপাল চুক্তিতে সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে। এর মধ্য দিয়ে সরকারের ভারতের কাছে নতজানু হবার মনোভাবই প্রকাশ পেয়েছে। জনগনকে আরো বেশি করে জাগাতে পারলে আমরা রামপাল রক্ষা ক্ষেত্রে পারব।”
সমাবেশে বক্তারা আরো বলেন যে রামপাল প্রকল্প বাস্তবায়িত হলে উৎপাদন কেন্দ্র থেকে নির্গত রাসয়নিক দ্রব্যর প্রভাবে সুন্দরবন ধ্বংস হবে। তাছাড়াও প্রকল্প থেকে বাংলাদেশ আর্থিক ভাবে লাভবান হবে না।
সমাবেশ থেকে অনতিবিলম্বে সরকারকে রামপাল চুক্তি বাতিল করার আহবান জানানো হয়।
” লেট ভয়েস বি হিয়ার্ড ” এর নটিংহাম শাখার আয়োজক জনাব একরাম আলী এর নেতৃত্বে একই সময়ে নটিংহামে আয়োজন করা হয় মানব বন্ধন। নটিংহামের বাঙ্গালী কমিউনিটির মানুষ স্বতস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে যোগ দিয়ে রামপাল চুক্তি বাস্তবায়ন থেকে সরকারকে সরে আসার আহবান জানায়।