২০১৭ তে আসছে রেসিডেন্ট ইভিলের শেষ পর্ব
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মিলা জেভোভিচ অভিনীত “রেসিডেন্ট ইভিল” সিরিজের শেষ পর্ব “রেসিডেন্ট ইভিল : ফাইনাল চ্যাপ্টার” আসছে আগামী বছর জানুয়ারীতে। বহুল প্রতিক্ষীত ছিলো এ মুভিটির সিকুয়েলের। এ মুভিটির বিশ্বজুড়ে রয়েছে ব্যাপক চাহিদা।
আমব্রেলা কর্পোরেশনের উদ্ভট গবেষনায় টি ভাইরাস নামক অদ্ভুত এক ভাইরাস ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। সব মানুষ ধীরে ধীরে পরিণত পরিণত হয় রক্ত পিপাসু জোম্বিতে। এলিসরূপী মিলার শরীরে ভাইরাসটি মানিয়ে যায়। সে পায় রহস্যময় কিছু ক্ষমতা। এলিস নেমে পড়ে জীবিত মানুষদের রক্ষা করতে। এভাবেই একে একে তৈরি হয় পাঁচটি পর্ব।
আগের পাঁচটি পর্বের তুমুল জনপ্রিয়তার কারণে পরিচালক নিয়ে আসছে এলিসের দুঃসাহসিক অভিযানের এই ষষ্ঠ এবং শেষ পর্ব।